
নিউজ ডেক্স
আরও খবর

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, এলাকা রণক্ষেত্র

২৬ মার্চ প্রথম প্রহরে সরাসরি স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু: জয়

আলো নিভিয়ে একাত্তরের কালরাত স্মরণ করল বাংলাদেশ

স্বাধীনতা আমাদের স্বাধীনতা

আইনি বাধায় আটকে আছে রাজাকারের তালিকা

ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

বাংলাদেশের ভারসাম্যপূর্ণ আচরণের প্রশংসায় রাশিয়া
‘মিম’ প্রধান ওয়াইসির জন্য ১০১ ছাগল বলি

অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন বা ‘মিম’ দলের প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসির জন্য ১০১টি ছাগল বলি দিয়েছেন এক ব্যবসায়ী। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় দিল্লি সীমানা লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশের একটি টোল প্লাজায় হামলার মুখে পড়ে তার গাড়ি। তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয় তার গাড়ি লক্ষ্য করে। এতে ‘মিম’ প্রধানের কোনো ক্ষতি না হলেও গাড়ির চাকা ফেটে যায়। এই পরিস্থিতিতে প্রিয় নেতার দীর্ঘায়ু মঙ্গলকামনা করে ১০১টি ছাগবলি দিয়েছেন ওই ব্যবসায়ী।
বলিদানের সময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াইসির দলের সদস্য আহমেদ বালালাও। শুধু ওই ব্যবসায়ীই নয়, গুলির ঘটনার মিম প্রধানের সমর্থকরা তার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছেন।
এদিকে আসাদউদ্দিন ওয়াইসির গাড়িতে গুলি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন শচিন। তিনি নইদা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।
অভিযুক্ত শচিন দাবি করেছেন, তিনি আইন নিয়ে পড়ালেখা করেছেন। পুলিশ তার দাবির সত্যতা যাচাই করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শচিন নিজেকে ডানপন্থি হিন্দু দলের সদস্য দাবি করেন।
গ্রেফতার আরেকজন শাহারানপুরের কৃষক সুবহাম। তার পূর্ব কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওয়াইসি এবং তার ভাই আকবরউদ্দিন ওয়াইসির বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন। একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে দেওয়া বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন। পুলিশের অতিরিক্ত পরিচালক প্রশান্ত কুমার বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।
এদিকে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় পিস্তল উদ্ধার করেছে। তারা যার কাছ থেকে পিস্তল কিনেছিলেন পুলিশ তাদের খুঁজছে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।