মাস্ক পরলেই কি লিপস্টিক উঠে যায়

করোনাকালে মাস্ক খুলতেই দেখা যায় লিপস্টিক আর ঠোঁটে নেই। কিছুটা লেগেছে মাস্কে, খানিকটা রং ছড়িয়ে গিয়েছে ঠোঁটের চারপাশের অংশে। দেখতে তো বাজে লাগছেই, সঙ্গে সেই রং তোলা নিয়েও হয় বিড়ম্বনা। এমনটা হলে কী করবেন, জেনে নিন।
প্রথমত নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়া খুব জরুরি। শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়। শুষ্ক চামড়া ঠোঁটে লেগে থাকে। তার উপর দিয়ে লিপস্টিক লাগালে কিছুক্ষণ পরেই চামড়ার সঙ্গে সেই রং উঠে যেতে পারে। তাই ঠোঁট যাতে না ফাটে, তা দেখতে হবে। ঠোঁট মসৃণ রাখতে প্রতি রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ঠোঁটে ক্রিম লাগান। মাঝেমধ্যে গোসলের আগে ঠোঁটে মধু লাগাতে পারেন।
লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে দিন হালকা ফাউন্ডেশন। তাতে লিপস্টিক ত্বকের উপর ভালোভাবে বসে যাবে
লিপ লাইনার ব্যবহার করুন। ঠোঁটে ব্যবহার করার ওই রঙিন পেন্সিলগুলোতে মোম জাতীয় পদার্থ সাধারণ লিপস্টিকের তুলনায় খানিকটা বেশি থাকে। সেই পেন্সিল দিয়ে ঠোঁট আঁকা থাকলে বাকি রং অতটা সহজে ছড়িয়ে পড়তে পারে না।
লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে দিন হালকা ফাউন্ডেশন। তাতে লিপস্টিক ত্বকের উপর ভালোভাবে বসে যাবে।
লিপস্টিক লাগানোর পর হালকা করে ফেস পাউডারের পাফটি বুলিয়ে নিতে পারেন ঠোঁটের উপর। তাতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমে। ঝট করে মাস্কে আর রং লেগে যাবে না।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।