‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা?

‘মহাভারত’ কি আমির খানের শেষ সিনেমা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:৩৪ 48 ভিউ
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান 'মহাভারত'-এর পর অভিনয় থেকে অবসর নিতে চলেছেন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও অভিনেতা নিজেই সেই গুজব উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্ট থেকে সেই গুঞ্জন উঠেছিল। অবসর নেওয়ার এমন গুঞ্জনে যে কথা বললেন সুপারস্টার—তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। সবটা পরিষ্কার করে সাফ জানিয়ে দিয়েছি— এ মুহূর্তে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই তার। আমির খান জুমে ফ্যান ক্লাব বিভাগে সরাসরি রেকর্ডটি স্থাপন করেছিলেন। অভিনেতা বলেন, ‘মহাভারত আমার শেষ সিনেমা না। সমস্যা হচ্ছে— মানুষ আজকাল সব বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমাকে যদি একটি সিনেমা তৈরি করতে হয় এবং আনন্দের সঙ্গে কাজের থেকে অবসর নিতে হয়, তবে সেটি কোন সিনেমা হবে? ওই 'যদি' এখানে খুব গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমি এরপর মহাভারতের নাম নিয়েছিলাম, আর লোকেরাও ভেবে নিয়েছে যে, 'মহাভারত' আমার শেষ ছবি। আসলে জবাবটা মন দিয়ে শোনা খুব গুরুত্বপূর্ণ। রাজ শামানির সঙ্গে পডকাস্টের আলাপচারিতায় নিজের স্বপ্নের প্রোজেক্ট 'মহাভারত' নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট। অভিনেতা বলেন, ‘মহাভারত তৈরি করা আমার স্বপ্ন এবং আগামী ২০ জুন 'সিতারে জমিন পার' মুক্তির পর আমি এটির কাজ শুরু করব। তিনি বলেন, আমি মনে করি এটি এমন একটি প্রকল্প, যার কাজ শেষ করার পর আমার হয়তো মনে হবে যে, আর কিছুই করে যাওয়ার নেই। আমির বলেন, এটি স্তরযুক্ত, সংবেদনশীল, বিশাল স্কেলে তৈরি এবং মহিমায় পরিপূর্ণ। জগতে যা কিছু আছে, তা মহাভারতেই পাওয়া যাবে। উল্লেখ্য, আমির খান এ মুহূর্তে ২০০৭ সালের হিট সিনেমা 'তারে জামিন পার'-এর সিক্যুয়েল 'সিতারে জমিন পার'-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। এ সিনেমায় তিনি একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, যিনি শাস্তি হিসাবে একটি টুর্নামেন্টের জন্য নিউরোডাইভারজেন্ট শিশুদের দলকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পায়। আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার স্প্যানিশ সিনেমা ক্যাম্পিওনেসের রিমেক। আর এ সিনেমার মাধ্যমে ১০ অভিনেতা ডেবিউ করছেন— আরুশ দত্ত, গোপ কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিজ জয়ের পর যা বললেন লিটন এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার বাড়ি বিক্রি করলেন সালমান খান পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী বিয়ে করছেন সেলেনা গোমেজ সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত! আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি ট্রাম্পের উদ্দেশ্য শান্তি না বাণিজ্য ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা বাড়ছে জাঙ্ক কোম্পানি, শঙ্কায় ডিএসইর বিনিয়োগকারীরা দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি বৃষ্টিতে শিশুর যত্নে সহজ কিছু পরামর্শ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত