
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
‘ভীষণ মোটা’ তাই যোগদানের দুই ঘণ্টা পর চাকরিচ্যুত!

নতুন চাকরিতে যোগদানের দুই ঘণ্টা পর চাকরিচ্যুত করা হয়েছে এক ব্যক্তিকে। বরখাস্ত করার পেছনে অবশ্য অদ্ভূত এক কারণ দেখিয়েছেন নিয়োগকর্তা। তার দাবি ওই ব্যক্তি ‘ভীষণ মোটা’। তাই তিনি ওই চাকরির জন্য উপযুক্ত নন। মার্কিন সংবাদমাধ্যম এসিবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা হামিশ গ্রিফিন বাড়ি থেকে ৩২শ কিলোমিটার দূরে নতুন কর্মস্থলে তাসমানিয়া যোগ দিতে যান।
কিন্তু কাজে যোগ দেওয়ার দুই ঘণ্টার মধ্যে তাকে বরখাস্ত করা হয়।
হাশিম দাবি করেন বিগফোর স্ট্রাহান হলিডে রিট্রিট নামে ওই পার্ক কর্তৃপক্ষের তার ওজন সমস্যার কারণ হতে পারে বলে ইঙ্গিত করে পার্কের শেড থেকে একটি সোফা সরাতে বলে।
এবিসিকে হাশিম আমাকে বলা হয়, আমি এই চাকরি করতে পারব না কারণ আমি ভীষণ মোটা। আমাকে বলা হয় আমি ঘাস কাটার মেশিন ঠেলতে কিংবা মইয়ে চড়তে পারবো না। আমি আট বছর ধরে কুইন্সল্যান্ডের একটি পার্কে ম্যানেজার হিসেবে কাজ করেছি।
আগে থেকে ছবি দেখার পরও স্ট্রাহান হলিডে রিট্রিট কর্তৃপক্ষ তার সঙ্গে এই আচরণ করেছে বলে অভিযোগ করেন হাশিম।
এ ব্যাপারে বিগফোর স্ট্রাহান হলিডে রিট্রিট জানান, স্বাস্থ্যগত কারণেই হাশিমকে চাকরিচ্যুত করা হয়েছে। বেশি ওজনের কারণে কাজ করতে গিয়ে হাশিম ব্যথা পেতে পারেন বলেও অভিযোগ করেছেন পার্কের মালিক।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।