
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
পোশাক ভাড়া দিয়েই স্বপ্নের বাড়ি কিনলেন তরুণী

নারীরা যখন কোনো অনুষ্ঠানে যান, তখন প্রথম যে বিষয়টি তাদের মাথায় আসে তা হলো, নতুন একটি পোশাক। কোনো নারীই একই পোশাক দুইবার পরে অনুষ্ঠানে যেতে চান না।
নারীদের একই পোশাক দুইবার না পরে অনুষ্ঠানে না যাওয়ার এই প্রবণতার বিষয়টি খুব অল্প বয়সেই মাথায় আসে এই তরুণীর। এই নিয়ে কিছু করা যায় কি না সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। সেই চিন্তা থেকেই মাত্র ২০ বছর বয়সে শুরু করেন অনলাইনে পোশাক ভাড়া দেওয়ার ব্যবসা। আর এই ব্যবসা করেই মাত্র চার বছর পর নিজের স্বপ্নের বাড়ি কিনে ফেলেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা ব্রিটনি ম্যাককুয়েড ২০১৭ সালে এই অভিনব ব্যবসা শুরু করেন। স্থানীয় গণমাধ্যমকে নিজের সফলতার গল্প শুনিয়েছেন ব্রিটনি।
গণমাধ্যমকে তিনি বলেন, তার বেশ কিছু পোশাক ছিল যা শুধু একবার পরেছিলেন তিনি। তিনি প্রথমে পোশাকগুলো বিক্রির জন্য সেকেন্ড হ্যান্ড পণ্য কেনাবেচার সাইটগুলোতে দেন। কিন্তু তার পোশাকগুলো ছিল বেশ দামি। কেউই এতো দাম দিয়ে ওই ব্যবহৃত পোশাক কেনার আগ্রহ না দেখানোয়, তার মাথায় বুদ্ধি আসে পোশাকগুলো ভাড়া দেওয়ার। এতে অভাবনীয় সাড়া পান তিনি।
প্রতিটি পোশাক কমপক্ষে ১২শ টাকায় (১৯-২০ অস্ট্রেলিয়ান ডলার) ভাড়া দিতেন তিনি। পোশাক ভাড়া দেওয়ার অর্থ থেকে নতুন পোশাক কিনতেন ব্রিটনি। সেই পোশাক একবার পরে ফের ভাড়া দেওয়ার জন্য অনলাইনে দিতেন তিনি। এভাবে চার বছরে তার বাংলাদেশি টাকায় ৮০ লাখ টাকার মতো আয় হয়। সেই টাকা দিয়ে মাত্র ২৪ বছর বয়সে নিজের জন্য স্বপ্নের বাড়িও কিনেছেন তিনি।
ব্রিটনি মাত্র ২৫টি পোশাক নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন। বর্তমানে তিনি ৩০০টির মতো পোশাক ভাড়া দিয়ে মাসে আয় করেন লাখ টাকার বেশি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।