
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
‘পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তুমিই’ বৈশাখীর আবেগঘন পোস্ট

আন্তর্জাতিক পুরুষ দিবসে একটি আবেগঘন পোস্ট করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর এ পোস্টটি ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত নেতা চট্টোপাধ্যায়ের জন্য। পোস্টে তিনি জানান- পৃথিবীর সব থেকে 'সুপুরুষ' শোভন। আর এই পোস্ট আলোচনার জন্ম দিয়েছে।
পূজার সময় এই জুটি ছিল আলোচনার শীর্ষে। কখনও গানের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আবার কখনও ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে বেড়িয়েছেন ভিক্টোরিয়া চত্বর। আর দুর্গাপূজার বিজয়া দশমীতে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।
সেই সময় ফুঁসে উঠেছিলেন শোভনের স্ত্রী রত্না। সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে। কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজেদের সম্পর্কের কথা জোর গলায় জানিয়েছিলেন দুজনেই।
শুক্রবার আন্তর্জাতিক পুরুষ দিবসে বৈশাখী বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্টে লেখেন, ‘একজন আদর্শ নারী এবং পুরুষ একসঙ্গে অটুট জুটি। তাঁরা কখনও একে অপরের হাত ছাড়ে না। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা।’
সেই সময় রেগে আগুন হন রত্না। তিনি বলেছিলেন, ওরা যা পারছে করছে। কিন্তু, ভুলে যাচ্ছে দেশে এখনো আইন রয়েছে। শোভন আইনত এখনও আমার স্বামী। দুর্গা প্রতিমার পেছনে একটা বাঁশ থাকে । আমি সেই বাঁশ। ওরা বিয়ের কথা ভাবুক, তারপর আমি দেখছি, আইনত সব পদক্ষেপ নেব।
ওই সময় জবাবে শোভন বলেছিলেন, দীর্ঘদিন তার সঙ্গে রত্না চট্টোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। এই সিঁদুর পরিয়ে দেওয়ার পর যদি আইনি পদক্ষেপ নেন রত্না তাহলে সেই বিষয়টিও আইনি পথেই মেটাবেন বলে দাবি করেছিলেন তিনি।
এর পর আন্তর্জাতিক পুরুষ দিবসে পোস্ট দিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, সব বিতর্ক দূরে ঠেলে শোভন-বৈশাখী জুটি অটুট।
এদিকে শোভন-বৈশাখী কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে আলোচনার অন্ত নেই। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সময় হলেই বিয়ের খবর জানাবেন তিনি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।