
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
নরওয়েতে প্রতিবাদের মুখে তালেবান

গত বছর ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তালেবান।
এ লক্ষ্যে শনিবার তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নরওয়ে পৌঁছেছে। কিন্তু সেখানে তারা কিছু সংখ্যক আফগানের প্রতিবাদের মুখে পড়েছেন। প্রতিবাদকারীরা বলছেন, তালেবান আমাদের প্রতিনিধিত্ব করে না।
দ্য খামা প্রেসের খবরে বলা হয়েছে,তালেবান প্রতিনিধির সফরের বিরোধীতা করে এই প্রতিবাদ সংঘটিত হয়েছে।
প্রতিবাদকারীরা বলেছেন, তালেবানের যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ‘সন্ত্রাসী’ হিসেবে রয়েছে। নরওয়ের উচিত না তাদের সঙ্গে আলোচনায় বসা।
যদিও নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবানকে আমন্ত্রণ এবং তাদের সঙ্গে আলোচনায় বসার অর্থ তাদেরকে স্বীকৃতি দেওয়া নয়। তবে আফগানিস্তানে চলমান মানবিক সঙ্কট নিরসনে তালেবানের সঙ্গে বসা প্রয়োজন বলেও ওই বিবৃতিতে বলা হয়।
তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানী জানিয়েছেন, আফগান প্রতিনিধি দলে মুত্তাকি ছাড়াও কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা মার্কিন কূটনীতিক, ইউরোপীয় ইউনিয়নের সদস্য, নরওয়ের বিভিন্ন কর্মকর্তা ও সেখানে অবস্থানরত আফগানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।