
নিউজ ডেক্স
দোষ থাকলে সরকার যে সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেব: উপাচার্য

যদি কোনো দোষ থাকে সে ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেবেন বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের থমথমে পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ফরিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা গালাগাল সহ্য করে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছেন। আমাদের শিক্ষকরা এর আগে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা তাদের ফিরিয়ে দেন।
উপাচার্য বলেন, এ ঘটনায় উপাচার্যের যদি কোনো দোষ থেকে থাকে তা হলে তদন্ত কমিটি গঠন করা হবে। এতে উপাচার্যের যদি কোনো অন্যায় থাকে, তা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।
তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে, সেটিতে আমি খুবই মর্মাহত। যখন তাদের দাবি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে, তখন কে বা কারা পুলিশের ওপর এ হামলা করে তা খতিয়ে দেখা হবে।
এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে আজ বুধবার উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।