
নিউজ ডেক্স
আরও খবর

করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, শনাক্ত কমেছে

করোনাভাইরাস পরিস্থিতি বিশ্বে আরও পৌনে ১৭ লাখ সংক্রমণ, মৃত্যু প্রায় ৫ হাজার

শনাক্তের হার ১ শতাংশের নিচে

টানা তিন দিন পর করোনায় দুইজনের মৃত্যু

করোনাভাইরাস পরিস্থিতি দৈনিক আক্রান্তের শীর্ষে দ. কোরিয়া, বিশ্বে মৃত্যু আরও সাড়ে ৪ হাজার

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু শনিবার

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭
দেশে শনাক্ত হলো ওমিক্রন স্বাস্থ্যবিধি ও টিকা দুটোই অব্যাহত রাখতে হবে

সম্প্রতি জিম্বাবুয়ে সফর করে দেশে ফিরে আসা দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরে দেশবাসীর উদ্বেগ বাড়বে, এটাই স্বাভাবিক। করোনার এ নতুন ধরনটি মাত্র কিছুদিন আগে শনাক্ত হয়েছে। জানা গেছে, এটি খুব দ্রুত ছড়ায়। দক্ষিণ আফ্রিকা, যেখানে ওমিক্রনের প্রথম রোগী শনাক্ত হয়েছিল, সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন নতুন ধরনটিতে আক্রান্তদের উপসর্গ মৃদু; আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজনও পড়ছে না। এছাড়া ভারতে যাদের মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে, তাদের তেমন কোনো জটিলতা নেই বলে দেশটির স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, আমরা যেসব টিকা ব্যবহার করছি, সেগুলো ওমিক্রন প্রতিরোধেও কাজ করতে পারে। কাজেই যারা এখনো টিকা নেয়নি, তাদের উচিত যত দ্রুত সম্ভব টিকা নেওয়া।
বিশ্ববাসী যখন করোনার ক্ষতি কাটিয়ে উঠে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলার চেষ্টা করছিল, এমন সময় দেশে দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার খবরে নতুন করে বাড়তি উদ্বেগ সৃষ্টি হয়েছে। করোনা মোকাবিলার কৌশলগুলো সবারই জানা। এখন দরকার সবার সচেতনতার পরিচয় দেওয়া। এক্ষেত্রে স্থল-নৌ-বিমান বন্দর কর্তৃপক্ষকে বিশেষ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিভিন্ন স্থলবন্দরে পণ্যবাহী যানবাহনের চালকরা যাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেন, সেদিকেও বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। আইসোলেশন ও কোয়ারেন্টিনের ক্ষেত্রে কোনো রকম গাফিলতির খবর পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরত দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের আত্মগোপনের ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া না হলে ওমিক্রন ছড়িয়ে পড়া রোধ করা কঠিন হতে পারে।
টিকা নেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ যাতে অক্ষুণ্ন থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। আবিষ্কৃত টিকাগুলো নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটা কার্যকর, এ বিষয়ে গবেষণায় গুরুত্ব বাড়াতে হবে। দুই ডোজ টিকা নেওয়ার পরও পুরোপুরি করোনার শঙ্কামুক্ত হওয়ার বিষয়ে সংশয়ের বিষয়টি আগে বারবার আলোচনায় এসেছে। করোনার বিরুদ্ধে শতভাগ সুরক্ষা পেতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। টিকা তৈরির ক্ষেত্রে আমাদের দেশের গবেষকরা অনেকদূর এগিয়ে যেতে সক্ষম হয়েছেন। দেশের আগ্রহী ও সক্ষম প্রতিষ্ঠানগুলো যাতে সফলভাবে টিকা উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে জন্য সরকারি সহায়তা অব্যাহত রাখা দরকার।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।