
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
তেল কিনতে শ্রীলঙ্কাকে ৫০ কোটি ডলার ঋণ দিল ভারত

জ্বালানী তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া ও তার ফলে ঘন ঘন ব্ল্যাকআউট সমস্যায় জর্জরিত শ্রীলকঙ্কাকে ৫০ কোটি ডলার ঋণ দিয়েছে ভারত। উভয় দেশের কূটনৈতিক পর্যায়ে প্রায় দুই সপ্তাহ আলোচনা চলার পর বুধবার এ বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে।
এছাড়া, করোনা মহামারিজনিত কারণে ব্যাপক অর্থ সংকটে পড়া দক্ষিন এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রকে আন্তর্জাতিক বাজার থেকে খাদ্য ও ওষুধ কিনতে আরও ১০০ কোটি ডলার ঋণ দেওয়া হবে বলে এনডিটিভি অনলাইনকে জানিয়েছেন ভারতের এক কূটনীতিবিদ।
ভারত মহাসাগরের উপকূলবর্তী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান খাত পর্যটন; কিন্তু করোনা মহামারির কারণে গত ২ বছরে এই খাত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় অর্থ সংকট প্রকট হয়ে উঠেছে শ্রীলঙ্কায়।
জ্বালানী তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে শ্রীলঙ্কায় এবং চালসহ অন্যান্য খাদ্যশস্য, ওষুধে, মোটরযানের যন্ত্রাংশ, সিমেন্টসহ সব পণ্যের দাম বেড়েই চলেছে দিন দিন। গত মাসে দেশটিতে মুদ্রাস্ফীতির হার রেকর্ড করা হয়েছে ২৫ শতাংশ।
ডলারের মজুত বাঁচাতে ইতোমধ্যে বাইরের বেশ কিছু দেশে কূটনৈতিক মিশনসমূহ বন্ধ করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। এছাড়া বিলাসজাত দামী পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
গত কয়েক বছরে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৩৫ বিলিয়ন ডলার। এই ঋণের অধিকাংশই এসেছে চীন থেকে।
এর আগে গত ডিসেম্বরে ইরান থেকে অতীতে আমদানি করা তেলের বকেয়া চা দিয়ে পরিশোধ করার কথা প্রতিশ্রুতি দিয়েছিল শ্রীলঙ্কার সরকার। তাতে ইরান সম্মতিও দিয়েছিল।
এখন চীনের ঋণ কীভাবে শোধ হবে- সেটি বড় প্রশ্ন দেশটির সামনে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।