তেলেঙ্গানায় দলিত কর্মীদের উপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ

তেলেঙ্গানায় দলিত কর্মীদের উপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৫০ 73 ভিউ
আম্বেদকর জয়ন্তীর দিনে, যখন সারা দেশ ড. বি.আর. আম্বেদকরের উত্তরাধিকার স্মরণ করছিল, তখন তেলেঙ্গানার কমারেড্ডি জেলায় দলিত কর্মীদের উপর পুলিশি দমন-পীড়নের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ এপ্রিল) লিংগমপেট মণ্ডল সদর দপ্তরে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র সঙ্গে যুক্ত দলিত কর্মীরা যখন বাবাসাহেব আম্বেদকরের ছবি সংবলিত ফ্লেক্স লাগানোর চেষ্টা করছিলেন, তখন তাদেরকে পুলিশ আটক করে এবং একাধিকজনকে জোরপূর্বক পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন দলিত কর্মীকে অন্তর্বাস পরিহিত অবস্থায় টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা। এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিয়াসাত ডটকমকে লিংগমপেট থানার কনস্টেবল রাজু জানান, ‘কয়েকজন বিআরএস কর্মী, যাদের গলায় দলের গোলাপি স্কার্ফ ছিল, ফ্লেক্স লাগানোর চেষ্টা করছিলেন। কিন্তু মণ্ডলে ফ্লেক্স লাগানো নিষিদ্ধ থাকায় গ্রাম পঞ্চায়েত সচিব তা আটকান। এর পরেই বিআরএস কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় এবং তারা আম্বেদকর চৌরাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে, যার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে।’ তিনি জানান, পঞ্চায়েত সচিব পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সরাতে গেলে, তারা অনড় থাকেন। এ সময় পুলিশ জোরপ্রয়োগ করে তিনজন বিআরএস কর্মী — রাপার্থি ভূপতি, বনতারিপল্লি সাইলু এবং মুদাম সাইলু — কে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান কনস্টেবল রাজু। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও (কেটিআর) কড়া প্রতিক্রিয়া জানান। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের সমালোচনা করে লেখেন, ‘আম্বেদকরের জন্মবার্ষিকীতে তারই প্রতিমার ছায়ায় একজন দলিতকে উলঙ্গ করে গ্রেফতার করা হয়েছে! আমি জানতে চাই, আম্বেদকর জয়ন্তীতে একটি ব্যানার বাঁধার চেষ্টা কী এমন অপরাধ যে এতটা নির্দয়তা দেখাতে হলো’? এই ঘটনাকে কেন্দ্র করে তেলেঙ্গানার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। দলিত সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্রিভুজ প্রেমের সম্পর্কের জের, ঢাকায় ২৬ খণ্ড মরদেহ শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী হিরো আলমকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভাইরাল ভিডিও ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির থানায় বিস্ফোরণে নিহত ৭ গাজায় প্রলয়ঙ্করী ঝড়ের আশঙ্কা : ৯ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি! বরিশাল নথুল্লাবাদে অর্ধশতাধিক বাস ভাঙচুর, আহত ৬০ এখনো হাসপাতালে চিকিৎসাধীন হাসান মাসুদ অ্যাপ থেকে ৫ কৌশলে আয় ধসে গেল ভারতও, ৩০ রানের লিড হিরো আলম গ্রেপ্তার রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু রোববার আরও ১২ দলের সংলাপ করবে ইসি সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী লিগ না হলে আর্থিক সুবিধার প্রস্তাব ধানমন্ডিতে মারধরের শিকার সেই সালমা জুলাই মামলায় কারাগারে সাত জেলায় ককটেল, আগুন স্কুল বাসের চালক দগ্ধ রাজধানীর দুটি সাংস্কৃতিক আয়োজন স্থগিত জব্দ বিস্ফোরক থানায় পরীক্ষার সময় বিস্ফোরণ, নিহত ৯