
নিউজ ডেক্স
আরও খবর

করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, শনাক্ত কমেছে

করোনাভাইরাস পরিস্থিতি বিশ্বে আরও পৌনে ১৭ লাখ সংক্রমণ, মৃত্যু প্রায় ৫ হাজার

শনাক্তের হার ১ শতাংশের নিচে

টানা তিন দিন পর করোনায় দুইজনের মৃত্যু

করোনাভাইরাস পরিস্থিতি দৈনিক আক্রান্তের শীর্ষে দ. কোরিয়া, বিশ্বে মৃত্যু আরও সাড়ে ৪ হাজার

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু শনিবার

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭
টানা ৩ দিন ৩০-এর ওপরে মৃত্যু

দেশে করোনায় টানা ৩ দিন ৩০ জনের ওপরে মৃত্যু হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। আর ১৩ হাজার ১৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার ১৩ হাজার ৫০১ জন নতুন রোগী শনাক্ত ও ৩১ জনের মৃত্যু হয়েছিল। রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। আর ১২ হাজার ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টেষ্টের ছবি। আব্দুল গনি।
করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: আব্দুল গনি
দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। আর করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।