ঢাকা, Thursday 23 September 2021

পিআইডি এর নিয়ম অনুসারে আবেদিত

গুড়ি গুড়ি বৃষ্ঠিতে চৌগাছার শীতকালীন সবজিতে ব্যপক ক্ষতি।

প্রকাশিত : 10:26 AM, 25 September 2020 Friday
146 বার পঠিত

| ডোনেট বিডি নিউজ ডেস্কঃ |

যশোরের চৌগাছার উপজেলার সবজির ভান্ডার নামে পরিচিতি। বর্তমান মাঠে মাঠে ব্যপক পরিমানে শীতকালীন সবজি চাষ হয়েছে। এখানকার সবজি স্থানীয় চাহিদা মেটায়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হয়ে থাকে। মাটি ও আবওহায়া অনুকূলে থাকায় বিগত বছর গুলোতে সকল সবজি চাষে বাম্পার ফলন দেখা গেছে। এলাকার শিক্ষিত বেকার যুবকেরা সরকারী ও আধা সরকারী ,এন,জি,ও চালিত ব্যাংক থেকে কৃষি লোন তুলে ফসল করে অনেকেই সাবম্বলী । উপজেলার কান্দি, পাশাপোল, জগদেশপুর, পাতিবিলা, রায়নগর, ফুলসারা, জামিরা, সাধিপুর, কয়ারপাড়া, রস্তমপুর, লস্কারপুর, খড়ি, দেবলয়, পুড়াপাড়া, রামকৃষ্নপুর, ন্দুলিয়া, গয়ড়া, বহিলাপোতা, নারায়নপুর, পেটভরা, হাজরাখানা, বাদেখানপুর, সলুয়া, ভগবানপুর, ইলেশমারী, চুটারহুদা,

ফতেপুর, মাকাপুর, আন্দারকোটা, বুড়িদিয়া, ইছাপুর, মাজালী, সহ সকল গ্রামে সবজি চাষ হয়ে থাকে। বর্তমানে পুঁইশাক, লাউ, মিষ্ঠকুমড়া, ঝিঙ্গে,পটল, লালশাক, ফুল কপি, বাঁধাকপি, পেঁপে, করেলা উস্তে, পেয়ারা , শশা, বেগুন, বরবটি, সিম, কাঁচা মরিচ, সহ সকল প্রকার শীতকালীন সবজি বৃষ্ঠিতে গাছ লালচে হয়ে যাচ্ছে বলে কৃষকরা জানান। এই ব্যাপারে হাজরা খানা গ্রামের হেলাল উদ্দীন বলেন ৩ বিঘা পটল আছে বৃষ্ঠিতে চারা পচে যাচ্ছে।বাজে খড়ি গ্রামের আব্দুল্লা আল মামুন বলেন বাঁধাকপি ও পটলের জমি থেকে পানি নিস্কানের ব্যবস্থা করেছি তার পরেও ক্ষতির সম্ভবনা বেশি। খড়ি া নওদাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন শীতকালীন শবজি বরবটি,

সীম, বাঁধাকপি, ফুলকপি বৃষ্ঠিতে সমস্য হচ্ছে। এই ব্যাপারে উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তর বলেন আবহায়া অনুকুলে আসলে এবং সময় মত সার ও কীটনাশক ব্যবহার করলে সব ঠিক হয়ে যাবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ডোনেট বাংলাদেশ'কে জানাতে ই-মেইল করুন- donetbd2010@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

ডোনেট বাংলাদেশ'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2021 সর্বস্বত্ব ® সংরক্ষিত। ডোনেট বাংলাদেশ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT