
নিউজ ডেক্স
আরও খবর

বেনাপোল সীমান্তে সচল পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাঁটায় স্থাপনের দাবিতে মানববন্ধন ।

ভূরুঙ্গামারীতে ব্যাপরোয়া অটোরিকশা কেরে নিল শিশুর ফাহিম এর প্রাণ

ভূরুঙ্গামারী কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত

যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর ৬ তম রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

বেনাপোলে পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক-২

বেনাপোল স্থলপথে স্টুডেন্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমন নিষেধ
কুমারখালী সল্পমূল্যে ও এম এস এর চাউল আটা বিক্রি

পাশ্ববর্তী রাষ্ট্র ভারতসহ অনেক দেশে কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির পেয়েছে, সেই আশংকায় বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি ও মৃত্যু সংক্ষা বাড়ার সংভাবনা উরিয়ে দেওয়া যায় না, তাই জনগণ ও সল্প আয়ের মানুষ যাতে খাদ্যকষ্টে না ভোগে তার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ঘোষিত সল্প মূল্যে চারজন ডিলারের মাধ্যমে ৪ হাজার কেজি চাউল ও ৪ হাজার কেজি আটা বিক্রি শুরু করেছে কুমারখালীতে। প্রত্যেক জন ডিলারের মাধ্যমে জনপ্রতি ৫ কেজি চাউল ৩০ টাকা দরে ও ৫ কেজি আটা ১৮ টাকা দামে বিক্রি করছে ডিলারগণ যা সপ্তাহে ৬ দিন চলবে, আর এ সমস্ত চাউল আটা নেওয়ার জন্য শতশত সাধারণ জনগণ সকাল থেকে লাইনে দারিয়ে অপেক্ষা করছে,এদের মধ্যে বৃদ্ধ বৃদ্ধা নারি পুরুষ শিশু কিশোর ও শিশু বালিকাদের দেখা যাচ্ছে। তবে সবথেকে ভাল হয় রেশনিং ব্যাবস্থা চালু করলে, এতে সব ধরনের মানুষের উপকার হতো এবং বাজার ব্যাবস্হা ও নৃত্য প্রয়োজনিয় জিনিষের দামও সাভাবিক রাখা সম্ভব হতো,আমাদের দেশে ঘন্টায় ঘন্টার বা রাতা রাতি জিনিসপত্রের দাম বারিয়ে চলে ব্যাবসায়িরা।সেই কারনে রেশনিং ব্যাবস্হা চালু রাখতে হবে, যার মধ্যে চাল, ডাল, তেল, আটা,চিনি, লবন ও অন্যান্য খাদ্য সামগ্রী। তবেই মানুষের জন্য কল্যানকর ব্যাবস্হা হবে, আর সেটা না হলে মানুষকে কষ্টদিয়ে যতই সল্প মূল্যে চাল আটা দেওয়া হোক না কেন সেটা সব ধরনের মানুষের উপকারে আসবে না,যে সমস্ত মানুষ এই চাউল আটা নিচ্ছে তারা প্রতি দিনই চাল আটা তুলছে কেও জমাচ্ছে বা বিক্রি করছে,আর অনেকেই এ চাল আটা তোলার সুযোগ সুবিধা থেকে বন্চিত হচ্ছে, সেহেতু বিষটি ভেবে দেখে সরকার যদি এই রেশনিং ব্যাবস্থা চালু করে তা হলে বঙ্গবন্ধুর সোনার বাংলার সমস্ত মানুষ উপকৃত হবে ও কালো বাজারির হাত থেকে জনগণ রক্ষা পাবে।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে ১৩০ কোটি মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালু আছে,সেখানে আমাদের ১৬/১৭ কোটি মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালু রাখা কোন কঠিন ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার। অতএব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই রেশনিং পদ্ধতি গ্রহণ ও চালু করলে সেটা ঐতিহাসিক জনকল্যানকর পদ্ধতি হবে বলে মনে করি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।