
নিউজ ডেক্স
আরও খবর

করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, শনাক্ত কমেছে

করোনাভাইরাস পরিস্থিতি বিশ্বে আরও পৌনে ১৭ লাখ সংক্রমণ, মৃত্যু প্রায় ৫ হাজার

শনাক্তের হার ১ শতাংশের নিচে

টানা তিন দিন পর করোনায় দুইজনের মৃত্যু

করোনাভাইরাস পরিস্থিতি দৈনিক আক্রান্তের শীর্ষে দ. কোরিয়া, বিশ্বে মৃত্যু আরও সাড়ে ৪ হাজার

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু শনিবার

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭
করোনায় আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫১২

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৭২ জনের। নতুন করে আরও ৫১২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯০ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৫২২টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।
আজ মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ, অপরজন নারী। মোট পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯৫৭ জন এবং নারী ১০ হাজার ১১৫ জন। মৃত্যুবরণকারীদের একজনের বয়স ২১ থেকে ৩০ ও অপরজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এদের মধ্যে একজন ঢাকার ও অপরজন খুলনা বিভাগের। তাঁরা দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।