
আব্দুল মান্নান
একুশ নয় আট ই ফাগুন

ভারতবর্ষে ইরেজ বেনিয়া রোধে
ভারত ছাড়ো আন্দোলনে।
ভারতবর্ষে ছিলো সম্প্রীতি ছিল
এৈক্য বহুজাতিক বাসস্থানে।।
দ্বিজাতিতত্ত্বের ছলাকলায় জন্ম
হলো পাকিস্তান ও হিন্দুস্থান ।
চৌদ্দ ই আগষ্ট ঊন্নশ'শ সাতচল্লিশ
সনে,জন্মনিলো পাকিস্তান।।
দেশটা দুই প্রদেশে ভাগ করিলো
পূর্ব পশ্চিম পাকিস্তান,
স্বাধীন পতাকা হলো চাঁদ-তারা
সাদা আর সবুজ নিশান।
অবাঙালী আয়ুবখানে জারিকৃত
ফরমানে, ভেঙে হলো দু'খান।
৮'ই ফাগুন ১৩'শ৫৮সনে, ভাষার
আগুন জ্বালায় আয়ুব খান।।
প্রেসিডেন্ট আইয়ুব স্বৈরাচারের
ছিলো মনের আশা।
একমাত্র উর্দুই হবে পাকিস্তানের
দাপ্তরিক রাষ্ট্রভাষা।
বৈষম্যের জাল বুনে, দুই প্রদেশই
অবাঙালীরা করে শাসন।
পূর্ব পাকিস্তানের সাথে করে তারা
বিমাতা সুলভ আচরণ।
ওঁরা শাসনের নামে শোষণ করে
বাংলার সম্পদ লুটে খায়।
আবার ওঁরা মোদের মুখের ভাষা
টাও কাইড়া নিতে চায়!
একেতো বাঙালির সাথে শাসক
অ'বাঙালী করেছে শোষণ।
তার-ই সাথে ফের স্ংযুক্ত হলো
মাতৃভাষার আন্দোলন।।
আটই ফাগুন জালায় আগুন
বাংলার প্রতি ঘরে ঘরে।।
বাংলা ভাষারটানে দেশেরটানে,
ছাত্র-জনতার অন্তরে।।
সবার মুখে একই স্লোগান সহস্র
আবাল বৃদ্ধ বনিতা,
মোদের মাতৃ-ভাষা রক্ষা-কল্পে
ছাত্রদের অগ্রণী ভূমিকা।
আট ই ফাগুন,জালায় আগুন,
বীর বাঙালির হৃদয় পুরে।
দাবনলের মতো ছড়িয়ে পড়ে,
বাংলার প্রতি ঘরে ঘরে।।
মোদের বাংলা হবে রাষ্ট ভাষা,
মোরা উর্দু ভাষা বলবোনা।
উর্দু ভাষা তাই জোর করিয়া
চাপিয়ে দেওয়া চলবেনা।
পাকিস্তান রাষ্টের সকল দপ্তরে
বাংলাভাষা চালু কর।
মোরা বাংলায় করবো লেখাপড়া
নেইকো মোদের ডর।।
বাংলা মোদের মায়ের ভাষা,
বাংলা মোদের প্রাণ।।
এই ভাষার তরে জীবন বাজি
দিতে আত্ম বলিদান।
ভাষার আন্দোলন ছড়িয়ে গেল
দেশের সকল বিদ্যাপিঠে।
মোদের মাতৃভাষার আন্দোলনে
ছাত্র ছাত্রী নামলো মাঠে।
একশ চুয়াল্লিশ ভঙ্গ করে
রাস্তায় সবে নেমে পড়ে।
পুলিশ আয়ুব শাহীর ইন্ধনে
গুলি করে নির্বিচারে।
ছালাম,বরকত,রফিক জাব্বার,
তাদের শহীদি বলিদানে।
নাম না জানা আরো ক'জনার।
আত্মত্যাগের অবদানে।
আজ স্বাধীনভাবে বলছো কথা,
স্বাধীন দেশে সজ্ঞানে।
মুরা বুক ফলিয়ে চলছি হেথায়,
শহীদ ভাইদের অবদানে।
আজি সশ্রদ্ধ সালাম জানাই,
সকল শহীদানগণে।
ওঁদের স্বর্গসুখে করো হে সুখী
মাওলা সহায় নিদানে।।
এখন বাংলার ভুতে রাধেঁ দ্যাখো
কেমন জগা খিঁচুড়ি !
অট'ই ফাগুন ভুলে গিয়ে সবাই
বলি একুশে ফেব্রুয়ারি !!
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।