ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ

ইরান-ইসরায়েল যুদ্ধ: শি জিনপিং ও পুতিনের ফোনালাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৮:২৫ 19 ভিউ
ইরান ও ইসরায়েলের সংঘাতের বিষয় নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় দুই নেতা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর বিষয়ে একমত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য জানায় ক্রেমলিন। খবর রয়টার্সের। ক্রেমলিনে পুতিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন ও শি জিনপিং ‘ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন, যা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য নিয়ম লঙ্ঘন করে।’ উশাকভ আরও বলেন, ‘মস্কো এবং বেইজিং উভয়ই মৌলিকভাবে বিশ্বাস করে, বর্তমান পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত সমস্যাগুলোর কোনো সামরিক সমাধান নেই। এই সমস্যা শুধুমাত্র রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।’ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ফোনালাপে বলেছেন, পরিস্থিতি শান্ত করতে এই অঞ্চলে ‘বিশেষ প্রভাব’ থাকা ‘প্রধান দেশগুলোর’ কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো উচিত। শি বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো, বিশেষ করে ইসরায়েলকে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত। যাতে যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়ানো যায়।’ তিনি দুই দেশের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান। এদিকে রাশিয়া সতর্ক করে বলছে, ইসরায়েল-ইরান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, আরও বাড়লে বিপর্যয় ঘটতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের বোমা হামলায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বারবার বলেছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত। তবে এখন পর্যন্ত কেউ রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেনি। শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে পুতিন তার মধ্যস্থতার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। পুতিনের সহকারী উশাকভ জানান, চীনা নেতা প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে শির এমন সমর্থনের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ কোটি টাকা আত্মসাৎ, মাল্টিপারপাসের চেয়ারম্যান কারাগারে গুরুদাসপুরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন চরমোনাই পীর টানা বৃষ্টিতে ডুবছে ফেনী শহর ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা গাজীপুরে পালিত হলো দেশের প্রথম ‘বিশ্ব স্কিন হেলথ ডে’ উদ্‌যাপন সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি ত্বকের বয়স কমাবেন যেভাবে চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর কমল ডলারের দাম অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত বড় ধাক্কা খাবে রপ্তানি খাত গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুরে মিলল অজ্ঞাত শিশুর লাশ শাহাজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ এআই প্রযুক্তির কল্যাণে ১৮ বছরের বন্ধ্যত্বের অবসান একজনের নামে ১০টির বেশি সিম নয়, কার্যকর ১৫ আগস্ট থেকে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ