
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
ইউক্রেনের কাছে রাশিয়ার কর্মকাণ্ড ভীতিজনক: শীর্ষ মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড বিপুল উদ্বেগের সূচনা করেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এর চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানান, রুশ সামরিক কর্মকাণ্ড নিয়ে ওয়াশিংটন যথেষ্ট পরিমাণ নির্দেশক এবং সতর্কতা শনাক্ত করেছে।
রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র কোন ধরণের পদক্ষেপ নিতে পারে তা জানাতে অস্বীকৃতি জানান মার্ক মিলে। তবে তিনি ওয়াশিংটন এবং ন্যাটো জোটের কাছে ইউক্রেনের সার্বভৌমত্বের গুরুত্বের ওপর জোর দেন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ওয়াশিংটনগামী এক ফ্লাইটে বসে মার্ক মিলে বলেন, ‘১৯৯১ সাল থেকে স্বাধীন একটি দেশে রাশিয়া যদি আগ্রাসনমূলক সামরিক পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সদস্য দেশগুলোর তাৎপর্যপূর্ণ জাতীয় নিরাপত্তা স্বার্থ রয়েছে।’
ইউক্রেন জানিয়েছে রাশিয়া দুই দেশের সীমান্তে প্রায় ৯০ হাজার সেনা জড়ো করেছে। তবে মস্কো অভিযোগ করেছে কিয়েভ নিজেরাই সামরিক সরঞ্জাম মোতায়েন করছে।
মার্ক মিলের মন্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মস্কোকে সতর্ক করে বলেন ইউক্রেনে আগ্রাসন চালানো হলে ‘মারাত্মক মূল্য ও পরিণতি ভোগ’ করেত হবে। সংকট সমাধানে কূটনৈতিক উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে কিয়েভ এর কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো। এছাড়া রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনের বিপুল এলাকা দখল করে নেয়।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।