
মোঃ মুনজিল
আল্লাহ এক

কোথা আল্লাহ, কোথা ভগবান,
কোথা ঈশ্বর,খোদা,
অবস্থান অজানা,
জাতির ভেদে ডাকা,
শুধু ধর্ম অন্তরায়।
ভিন্ন মতে,ভিন্ন পথে,
নির্দিষ্ট জায়গা,
খুজিতেছে সবে।
পাগলের পগলামি,
খুঁজেতেছে সে
আপনারি আপনি।
পথের দেখা
পাইয়াছি কি,
তাহা বুঝতে
দেয়নি কাহরি।
জ্বীর্ণ বসন ছিন্ন চুল
অনাহার অনিদ্রা
এ যেনো নিত্য দিন।
জীবন যেনো সঙ্গিহীন
সুখে কিবা দুঃখে
বুঝাইবে সে কিসে।
জ্ঞানে অজ্ঞানে
সঙ্গাহীন ভাবে
ডাকিতেছে তারে।
একটু কাছে গিয়ে শুনি
দেহের ভিতরে তাহার
চলিতেছে আহা জারি।
কোথায় আল্লাহ,
কোথায় ইশ্বর,
সব যেনো একাকারি
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।