আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

আর্জেন্টিনার বোকাকে হারিয়ে দক্ষিণ আমেরিকার দাপট থামাল বায়ার্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৩৬ 37 ভিউ
লাতিন আমেরিকান দলগুলো বিশ্বকাপে ছড়ি ঘোরাচ্ছিল রীতিমতো। এর আগে ৯ ম্যাচ খেলে হারেনি একটিতেও। তাদের সে অপরাজেয় যাত্রাটাতে ইতি টানল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোও নিশ্চিত করে ফেলেছে দলটা। পিএসজি বোটাফোগোর কাছে হেরেছিল বৃহস্পতিবার রাতে। এর পরদিন চেলসিও হারে ফ্লামেঙ্গোর কাছে। ইউরোপের ক্লাবগুলো যখন দক্ষিণ আমেরিকানদের সামনে হোঁচট খাচ্ছিল বারবার। তবে এবার ব্যতিক্রম হয়ে দাঁড়াল বায়ার্ন। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৩ হাজারের বেশি ছিল বোকা জুনিয়র্সের সমর্থক। পুরো গ্যালারি ছিল নীল-সোনালি রঙে মোড়ানো। তবে মাঠে আধিপত্য দেখিয়েছে জার্মান জায়ান্টরা। ম্যাচের অষ্টম মিনিটেই বায়ার্ন গোল পেয়েছে ভেবে উদ্‌যাপন শুরু করেছিল, ওলিসের কর্নার থেকে বল ঢুকে যায় সোজা বোকা গোলপোস্টে। কিন্তু ভিএআরের সাহায্যে দেখা যায়, সের্জ গেন্যাব্রি অফসাইডে থেকে গোলরক্ষক আগুস্তিন মারচেসিনকে ব্লক করেছিলেন। গোল বাতিল হয়। তবে ১৮ মিনিটে গোল করতে আর ভুল করেননি হ্যারি কেন। বোকা ডিফেন্স ক্লিয়ার করতে না পারলে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ইংলিশ ফরোয়ার্ড। এরপর ওলিসের পাসে গেন্যাব্রি গোলের সামনে বল বাড়ান, কিন্তু কিংসলে কোমান এক ইঞ্চির ব্যবধানে বল মিস করেন। বোকা জুনিয়র্স চেষ্টা চালিয়ে যায়। কেভিন জেননের দুটি দারুণ ফ্রি কিক ফিরিয়ে দেন মানুয়েল নয়্যার। তবে তাদের চেষ্টার ফল আসে ৬৬ মিনিটে। মিডফিল্ডে বল কাড়ার পর অ্যালান ভেলাসকো বল বাড়ান মিগুয়েল মেরেনটিয়েলের দিকে। ডানদিক দিয়ে ঢুকে স্টানিসিচকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল দেন তিনি। মনে হচ্ছিল, দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর অপরাজিত থাকার রেকর্ড আরও একটি ম্যাচে টিকে থাকবে। কিন্তু ৮৪ মিনিটে দৃশ্যপট পালটে যায়। বাজিমাত করেন ওলিস। হ্যারি কেইনের ট্রিভেলা পাস গিয়ে খুঁজে পায় ওলিসকে। তিনি নিখুঁত শটে বল পাঠান পোস্টের নিচের কোনে। এরপর কনরাড লাইমার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এই জয়ে বায়ার্ন মিউনিখ এখন গ্রুপ ‘সি’ থেকে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে। তারা আগের ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছিল। দ্বিতীয় স্থানে আছে বেনফিকা। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে কঠিন অবস্থায় পড়েছে বোকা জুনিয়র্স। বোকার বিপক্ষে বায়ার্নের এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার দলগুলোর টানা ৯ ম্যাচের অপরাজিত রেকর্ডও এই ম্যাচেই শেষ হয়ে গেল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিজ জয়ের পর যা বললেন লিটন এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার বাড়ি বিক্রি করলেন সালমান খান পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী বিয়ে করছেন সেলেনা গোমেজ সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত! আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি ট্রাম্পের উদ্দেশ্য শান্তি না বাণিজ্য ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা বাড়ছে জাঙ্ক কোম্পানি, শঙ্কায় ডিএসইর বিনিয়োগকারীরা দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি খাদ্যপণ্যের মান যাচাই করেন দেশের পরমাণু বিজ্ঞানীরা আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি বৃষ্টিতে শিশুর যত্নে সহজ কিছু পরামর্শ এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত