
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
‘আজ সকালেই ফসফরাস বোমা ছুড়েছে রাশিয়া’

এবার রাশিয়ার প্রতি সরাসরি নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলেসে ন্যাটোর বিশেষ সম্মেলনে ন্যাটো প্রতিনিধিদের ভার্চুয়ালি এ অভিযোগ করেন জেলেনস্কি।
তিনি বলেন, আজ সকালেই রাশিয়া ফসফরাস বোমা ছুড়েছে। রাশিয়ার ফসফরাস বোমা। প্রাপ্ত বয়স্কদের আাবার হত্যা করা হচ্ছে। শিশুদের আবার হত্যা করা হচ্ছে।
রাশিয়া অবরুদ্ধ ক্রামাটোর্স্ক শহরে নিষিদ্ধ ফসফরাস বোমা ছুড়েছে বলে এর আগে ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করেছিলেন।
অন্য সাধারণ বোমার চেয়ে মারাত্মক হওয়ায় ১৯৭৭ সালের জেনেভা কনভেশনে যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এ বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং এ আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে।
পুলিশ প্রধান ওলেকসি বিলোচিতস্কিও ফসফরাস বোমা ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রাশিয়ানদের তীব্র সমালোচনা করে বলেছেন, ফসফরাস যেভাবে পোড়ে তোমরাও ফসফরাসের মতো পুড়বে।
ইউক্রেনের কর্মকর্তারা বার বার বলে আসছেন, রাশিয়া ইউক্রেনে ফসফরাস বোমা ব্যবহার করে আসছে। তবে রাশিয়া এসব অভিযোগ প্রত্যাখান করে আসছে।
এদিকে যুক্তরাষ্ট্র হুশিয়ারি দিয়েছে, বিভিন্ন নিষিদ্ধ বোমার ব্যবহারের পর এবার রাশিয়া ইউক্রেনে ক্যামিকেল বোমার ব্যবহার করতে পারে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে যদি রাশিয়া রাসায়নিক বোমা ব্যবহার করে তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।