আইপিএল শিরোপা জয় ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত

আইপিএল শিরোপা জয় ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ১১:১১ 21 ভিউ
১৮ বারের চেষ্টায় ক্যারিয়ারের প্রথম আইপিএল শিরোপা জিতেলেন বিরাট কোহলি। দলকে শিরোপা উপহার দিয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তারকা ক্রিকেটা বিরাট বলেন, এই আইপিএল জয়টা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তের মধ্যে থাকবে। কিন্তু তাও এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নীচে থাকবে। আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে মূল্যবান বলে মনে করি। আমি ঠিক এতটাই টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। টেস্ট ক্রিকেটকে সম্মান করার জন্য তরুণদের পরামর্শও দেন বিরাট কোহলি। তিনি বলেন, যে তরুণরা উঠে আসছে, তাদের অনুরোধ করব যে এই ফর্ম্যাটকে শ্রদ্ধা করো। কারণ তুমি যদি টেস্ট ক্রিকেটে ভালো খেলতে পারো, তাহলে বিশ্বের যে কোনও জায়গায় হেঁটে যাবে, তোমার চোখের দিকে তাকিয়ে করমর্দন করবেন মানুষ আর বলবেন যে ওয়েল ডান, তুমি ক্রিকেটটা খুব ভালো খেলেছো। কোহলি আরও বলেন, তুমি যদি সর্বত্র সম্মান অর্জন করতে চাও, তাহলে টেস্ট ক্রিকেটকে বেছে নাও। নিজের হৃদয় এবং আত্মাকে উজাড় করে দাও। আর তখন তুমি অভাবনীয় সম্মান পাবে। তুমি পুরো ক্রিকেট দুনিয়ার সম্মান আদায় করে নেবে। ক্রিকেট মাঠে এবং ক্রিকেট মাঠের বাইরে আমাদের হৃদয় জিতে নেবে। টেস্ট ক্রিকেটকে বিরাট কোহলি কতটা ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন, সেটা এই প্রথমবার পুরো দুনিয়া জানতে পারল না। নিজে টেস্টের প্রতি সবকিছু উজাড় করে দিয়ে ইতিমধ্যে একটা প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন। টেস্ট ক্রিকেটে বিরাটের আগ্রাসন, বিরাটের ব্যাটিং, বিরাটের অধিনায়কত্ব- সবকিছু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। যা কেউ কখনও ভুলতে পারবেন না। বিরাট নিজে এতটা টেস্টকে সম্মান করে এসেছেন যে তার আমলে ভারতীয় দল লাল বলের ক্রিকেটে দাপট দেখিয়েছে। যে ভারতীয় দলে হাতেগোনা পেসার থাকতেন, বিদেশের মাঠে গিয়ে দিশেহারা হয়ে পড়ত, সেই টিমকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং ইউনিটে পরিণত করেছিলেন। তার একটাই মন্ত্র ছিল, বিশ্বের যে কোনও পিচ হোক, জিততেই হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ ছক্কায় যুক্তরাষ্ট্রে ম্যাক্সওয়েলের ‘তাণ্ডব’ সব ছেড়ে আধ্যাত্মিকতায় জ্যাকুলিন, কে দেখালেন আলোর দিশা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোন কাজটি করেন আমির ‘হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা’: ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে চুরি হয়ে যাচ্ছে নতুন ভবনের মালামাল সুনামগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু বিদেশে গেল না আম, হতাশ ব্যবসায়ীরা ভিন্নমত প্রকাশকে ‘নিরাপত্তা হুমকি’ দেখত হাসিনার সরকার সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক? শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে প্রথম দিনটা বাংলাদেশের ধ্বংসযজ্ঞে অনড় ইরান-ইসরায়েল তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী ঘাটতি বাজেটের অর্থায়নই প্রধান সমস্যা ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা শপথ ছাড়াই ‘নির্দেশনা’ দিচ্ছেন ইশরাক, সরকার নীরব তেহরান থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার উদ্যোগ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার