
নিউজ ডেক্স
আরও খবর

কলম্বোতে কারফিউ জারি

টিকে থাকার লড়াইয়ে ছক্কা হাকাতে পারবেন ইমরান খান?

এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

ইউক্রেনকে বিপুল ক্ষেপণাস্ত্র ও মেশিনগান দিয়েছে জার্মানি

ইউরোপের গ্যাসের চাহিদা সত্যিই কি মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

ইউক্রেনে এবার গম-ভুট্টা চাষ হবে কিনা সন্দেহ!
অভিবাসী ইস্যুতে ট্রাম্পের নীতি ফেরালেন বাইডেন

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চালু করা একটি অভিবাসন নীতি ফিরিয়ে আনছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নীতিতে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের দাবি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাদের মেক্সিকোতে অপেক্ষা করতে হবে।
অভিবাসী গ্রুপগুলো বলছে ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি পুনর্বহাল করা হলে সীমান্ত শিবিরগুলোতে অপরাধ ও সহিংসতা বাড়বে। অথচ এই কর্মসূচিকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন জো বাইডেন। তবে আদালতের আদেশের পর এটি ফিরিয়ে আনছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা ‘মেক্সিকোয় থাকো’ কর্মসূচি ফিরিয়ে আনবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্মসূচিটি চালু করে। তখন এর নাম ছিলো অভিবাসী সুরক্ষা প্রোটোকল। এর আওতায় ৬০ হাজার আশ্রয় প্রার্থী আবেদনকারীকে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়।
মাসের পর মাস ধরে মেক্সিকোয় অপেক্ষা করা আশ্রয়প্রার্থীরা প্রায়ই সহজেই সংঘবদ্ধ অপরাধী চক্রের শিকারে পরিণত হয়। দাতব্য প্রতিষ্ঠান হিউমান রাইটস ফার্স্ট জানিয়েছে, মেক্সিকোয় ফিরে আসা অভিবাসীদের ওপর এক হাজার পাঁচশ’রও বেশি অপহরণ, ধর্ষণ, নির্যাতন এবং অন্যান্য নিপীড়নের ঘটনা নথিবদ্ধ রয়েছে।
দায়িত্ব গ্রহণের পরপরই কর্মসূচিটি বাতিলের উদ্যোগ নেন প্রেসিডেন্ট জো বাইডেন। জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস নীতিটি বাতিল করে দেন। তবে আগস্টে কেন্দ্রীয় আদালতে ট্রাম্পের নিয়োগ করা বিচারক ম্যাথু ক্যাকসমারিক রায় দেন, বাতিলের প্রক্রিয়াটি যথাযথ হয়নি।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, প্রেসিডেন্ট তার অতীত মন্তব্যে অটল রয়েছেন। তবে আমরা আইন অনুসরণেও বিশ্বাস করি’, বলেন তিনি।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।