
নিউজ ডেক্স
আরও খবর

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দেওয়া নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, এলাকা রণক্ষেত্র

২৬ মার্চ প্রথম প্রহরে সরাসরি স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু: জয়

আলো নিভিয়ে একাত্তরের কালরাত স্মরণ করল বাংলাদেশ

স্বাধীনতা আমাদের স্বাধীনতা

আইনি বাধায় আটকে আছে রাজাকারের তালিকা

ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

বাংলাদেশের ভারসাম্যপূর্ণ আচরণের প্রশংসায় রাশিয়া
‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধন

কিশোর-কিশোরী, তরুণ ও যুবদের ক্ষমতায়নের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় কাজ করবে ‘অধিকার এখানে, এখনই (আরএইচআর এন-০২)’ প্রকল্প। ১৩ ডিসেম্বর সকালে রাজধানীর আমারী হোটেলে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি বলেন, অনেক কিশোর-কিশোরী ঝুঁকিপূর্ণ যৌন সমস্যার মধ্য দিয়ে বড় হয়। অধিকার এখানে, এখনই (আরএইচআর এন-০২)’ প্রকল্পটি বাংলাদেশের কিশোর-কিশোরী, তরুণ, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো আরও দৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। এ প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল ইসলাম হিরু সভাপতির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গের মানুষকে স্বীকৃতি দিয়েছেন। তা এখনো গেজেট পর্যায়ে রয়েছে। আমরা সংসদে হিজড়া জনগোষ্ঠীকে সংসদ প্রতিনিধি হিসেবে দেখতে চাই। সংসদে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।
নারীপক্ষের সদস্য সামিয়া নীলুর মতে, প্রাপ্তবয়স্কদের অভিজ্ঞতা রয়েছে, তরুণদের অনেক চিন্তা-ভাবনা রয়েছে। এই দুই মিলিয়ে সমাজকে পরিবর্তন করতে হবে। লিঙ্গ বৈচিত্র্যময় মানুষগুলোকে একই আওতায় আনতে হবে।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষার প্রোগ্রাম হেড অ্যান্ড ইনচার্জ শাশ্বতী বিপ্লব বলেন, কিশোর-কিশোরী অবস্থায় তার শরীরে কী কী পরিবর্তন হতে পারে অভিভাবকদের সন্তানদের তা জানানো হয়ে ওঠে না। এক্ষেত্রে কিশোর-কিশোরী, প্রাপ্তবয়স্কদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা দরকার। পলিসি, আইন তৈরি করে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সচেতনতায় সেবা দেওয়া।
‘অধিকার এখানে, এখনই (আরএইচআর এন-০২)’ বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু)’ নেতৃত্বে ব্র্যাক, নারীপক্ষ এবং অবয়ব তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে কাজ করবে। কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। তারা যেন নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারেন। সমাজে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন। তা নিশ্চিতকরণে কাজ করবে ‘অধিকার এখানে, এখনই’। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫ বছরের লক্ষ্যমাত্রা নিয়ে ‘অধিকার এখানে, এখনই (আরএইচআর এন-০২)’ প্রকল্পের দ্বিতীয় ধাপের বাস্তবায়ন শুরু হয়েছে; যা বাংলাদেশ সরকারের জাতীয় কিশোর-কিশোরী স্বাস্থ্য কৌশলপত্র ২০১৭-২০৩০ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
২০১৭ সালে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নেতৃত্বে আরও ১১টি উন্নয়ন সংস্থার যৌথ অংশগ্রহণে ‘অধিকার এখানে, এখনই’ নামের একটি বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব বাস্তবায়ন শুরু হয়েছিল বাংলাদেশে। নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন রাটগারসের নেতৃত্বে এ প্রকল্পটি আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকাসহ সাব-ক্যারিবিয়ান অঞ্চলের ১০টি দেশে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ফজিলা বানু লিলি। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন- সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি, পরিবার পরিকল্পানা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ড. জয়নাল হক, নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি প্রধান পাওলা সিন্ডেলার। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হিজড়া জনগোষ্ঠীর নৃত্যশিল্পীরা।
দৈনিক ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।