স্মার্টফোনে থাকা আইকনগুলো পরিবর্তন করতে চাইলে
৩০ অক্টোবর ২০১৭, ৬:২২ অপরাহ্ণ -->| নিউজটি পড়া হয়েছে : 228 বার

স্মার্টফোনে থাকা আইকনগুলো পরিবর্তন করতে চান অনেকেই। কিন্তু এর উপায় জানানেই! যারা এর উপায় সম্পর্কে জানেন না তাদের জন্য রয়েছে অ্যাপের সুবিধা। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে থাকা আইকনগুলো পরিবর্তন করে নিতে পারবেন। অ্যাপটির নাম ‘অডাপ্টআইকনস’।গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি। অথবা আপনি http://bit.ly/2iIM0h2 এই ঠিকানা থেকেও ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটি ফ্রি হলেও সম্পূর্ণ ফ্রি না। কিছু আইকন ডিজাইন টাকা খরচ করে কিনতে হয় এখান থেকে। যেগুলো ব্যবহার করতে হলে ১ ডলার পরিশোধ করার প্রয়োজন হয়।

ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থা আর্ত মানবতার সেবা মূলক প্রতিষ্ঠান। ডোনেট স্বেচ্ছাসেবী সংস্থা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম, সরকার ও রাষ্ট্ররিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য না করার জন্য বর্নমালা টেলিভিশনের পাঠক ও সুভাকাঙ্খিদের বিশেষ ভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
Advertisement
সর্বাধিক ক্লিক