বামনায় জাতীয় যুব দিবস উদযাপন
১ নভেম্বর ২০১৭, ১১:৪২ অপরাহ্ণ -->| নিউজটি পড়া হয়েছে : 198 বার


মোঃ গোলাম হায়দার চৌধুরী, বরগুনা প্রতিনিধি, “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় সারদেশের ন্যায় জাতীয় যুব দিবস ২০১৭ পালিত হয়।যুব উন্নয়ন অধিদপ্তর, বামনা কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকাল ১০টায় বামনা উপজেলা শহরে প্রধান প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সমীর রঞ্জন শীল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুনন্নাহার নাজু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দার, আলহাজ¦ ইউসুফ আলী হাওলাদার, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ মহসিন কবীর প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন, যুবপ্রশিক্ষন সার্টিফিকেট বিতরন ও যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।
